মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নারী সমাবেশ মহাসমাবেশে পরিনত হয়েছে। আজ (০৩ অক্টোবর) মঙ্গলবার সকালে উপজেলার সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে নারী সমাবেশের আয়োজন করা হয়। এ সময় উপজেলার দশটি ইউনিয়নের প্রায় ১০ হাজার নারী অংশগ্রহণ করেন এ সমাবেশে। এতে সমাবেশটি মহাসমাবেশে পরিনত হয় বলে দাবী আওয়ামী লীগ নেতাদের।
আগামীতে জনগণ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চায় উল্লেখ করে বক্তারা বলেন, শেখ হাসিনার মার্কা নৌকা, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক, এ নৌকা স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর নৌকা, মা বোনদের প্রিয় মার্কা হচ্ছে নৌকা। নারীর উন্নয়ন দেশের উন্নয়ন, নারীর উন্নয়ন জাতির উন্নয়ন। দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন ও নারীর ভাগ্যোন্নয়নে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবেও বলে বক্তব্যে বলেন।
মহাবেশে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা খানম আভার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা আক্তারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা। এ ছাড়া সমাবেশে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহানা তাহমিনা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহুরা জামান, সাধারণ সম্পাদক শামসুন্নাহার শিল্পী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শোয়েব (সিআইপি), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, উপজেলা আওয়ামী লীগ নেতা খান নজরুল ইসলাম হান্নান, উপদেষ্টা মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম ঢালী, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক নূর নবী মোস্তাক, শেখ শাহীন, খিদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়সাল শিকদার, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কনকসার ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, বেজগাও ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা, বেজগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল তালুকদার, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ মোল্লা, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মর্তুজা খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক রাজিব, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল আলম নিরব প্রমুখ।
This was beautiful Admin. Thank you for your reflections.