মুন্সীগঞ্জের লৌহজংয়ে হাটভোগদিয়া যুব সমাজ মিনিবার ফুটবল টুনামেন্টের ফাইল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (০২ ফেব্রুয়ারী) শুক্রবার বিকাল ৪টায় উপজেলার বেজগাও ইউনিয়নের হাটভোগদিয়া আব্দুল গণি খান মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে দেওয়ান কান্দি ঐক্য সংঘের সঙ্গে সোহাগ কম্পিউটার ফাইনাল খেলেন। ৫০ মিনিটের খেলায় ০-০ গোলে খেলার সমতায় থাকে। পরে ট্রাইবেকারের দেওয়ান কান্দি ঐক্য সংঘ দুই গোল ও সোহাগ কম্পিউটার এক গোলে খেলায় বিজয়ী হন দেওয়ান কান্দি ঐক্য সংঘ।
Leave a Reply