মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দু’টি ভবনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ নভেম্বর) সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিন এমিলি, এমপি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবন দু’টির জমি দাতা ও পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আতাউর রহমান মৃধা খোকন।
প্রাক্তন ছাত্র পাভেল সাহবুদ্দিন ও সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র পালের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শামীম ফরাজী। কুরআন তিলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া আক্তার প্রজ্ঞা।হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দু’টি ভবনের উদ্বোধন
Leave a Reply