মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ (০৮ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা দেন ১৩৫ জন পরীক্ষার্থীকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমার বিশ্বাস আছে তোমরা পরীক্ষায় ভালো করবে। তোমরা অত্যন্ত মানবিক ও নৈতিক শিক্ষা পেয়েছো। শিক্ষার্থীদের আলোকিত মানুষ রূপে গড়তে আন্তরিকতার সাথে পাঠদানসহ শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা দেয়ার জন্য প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের ধন্যবাদ।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের মধ্যে দিয়ে লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষা করে কলেজ জীবনে শিক্ষার মনোনিবেশ আরো বিকশিত করে ভালো রেজাল্টে উন্নত শিক্ষালাভে উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রাখার আহ্বান করছি।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এসএম বশিরুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।
Leave a Reply