মুন্সীগঞ্জে পাঠকপ্রিয় ‘সভ্যতার আলো’ পত্রিকার ৭ম বর্ষপূর্তি ও ৮ বছরে পদার্পণ উপলক্ষে লৌহজংয়ে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৯ সেপ্টেম্বার) বেলা ১১ টার দিকে লৌহজং প্রেসক্লাবে দৈনিক সভ্যতার আলোর ৭ম বর্ষপূর্তি ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মধ্যে দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এ সময় সভ্যতার আলোর সিনিয়র রিপোর্টার ও লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলুর সভাপতিত্বে পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. শওকত হোসেনের সঞ্চালনায় লৌহজং উপজেলা পরিষদ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: মো. আব্দুল আউয়াল, লৌহজং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দেশের কথার সম্পাদক মো. মানিক মিয়া, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বাবু, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম সাইম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদউজ্জামান নবীন, কার্যকারী সদস্য, মো. জাহিদ হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply