মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গাঁওদিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গণভোজ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার শামুরবাড়ি গ্রামে ২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের আয়োজিত গণভোজ দোয়া ও শোক সভার আয়োজন করা হয়।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রসিদ সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আজিজুর রহমান প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা শেখ মো. আসলাম, হাজী মো. আব্দুল মালেক বেপারী, মো. নাহিদুর রহমান দোহা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ শামীম, গাঁওদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক মো. টিটু শিকদার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. চঞ্চল ফকির, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারদিন রনি প্রমুখ।
Leave a Reply