বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে ছাত্র-জনতা হত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে রক্ষা পাবে না। দেশকে একটি লুটেরা রাজ্যে পরিণত করেছিলেন। বিচারের মুখোমুখি করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে। আজ (১৫ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারে পুরাতন থানা মাঠে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছর দেশটাকে সন্ত্রাস নৈরাজ্যের আখড়া হিসেবে তৈরি করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তারা চাঁদাবাজি থেকে শুরু করে গুম হত্যার লিপ্ত ছিল। তবে ছাত্র জনতার প্রতিরোধ প্রতিবাদে সন্ত্রাস মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছে দেশের কোটি কোটি মানুষ।
উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে ও সদস্য আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার সঞ্চালনায় সকাল সাড়ে ১০ টায় উপজেলার সিংহেরহাটি মাঠ থেকে একটি বিশাল মিছিল পুরাতন থানা মাঠে পৌঁছায়।
এ সময় উপজেলা বিএনপি নেতা শাহ কামাল ঢালী, নূর আলম ঢালী, মাঈনুল হোসেন ভূঁইয়া, বাদল হাওলাদার, কাউসার তালুকদার, গোলাম গাউস, এম শুভ আহমেদ, খালেকুজ্জামান বাসার, সালাম মোল্লা, আনোয়ার হোসেন জনি, সেকান্দার খান বাবু, ইলিয়াস শেখ, মুক্তার হোসেন খান, পাভেল মোল্লা, আল আমিন খান, ওমর ফারুক রাসেল, জহিরুল ইসলাম দোলন, তানভীর আহমেদ অভি, সিরাজুল ইসলাম শিপন, তারেক খান, আল আমীন দেওয়ান, আওলাদ হোসেন, রোকেয়া বেগম, আলেয়া আক্তার, মুরাদ হোসেন, রনিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply