1. admin@desherkatha.com : admin :
  2. manikpress076@gmail.com : দেশের কথা : দেশের কথা
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ লৌহজংয়ে পিঠা উৎসব, তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা লৌহজংয়ে প্রবীনদের মাঝে রিকের কম্বল বিতরণ লৌহজংয়ে সমলয় পদ্ধতিতে ধান চাষ উদ্বোধন লৌহজংয়ে আল-আমিন সামাজিক সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ লৌহজংয়ে বিনামূল্যে লেন্স সংযোজন রোগীদের মাঝে কম্বল বিতরণ বিজয় দিবস উপলক্ষে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে অর্ধসহস্রাধিক পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা পদ্মা সেতু উত্তর থানা পুলিশের ওপেন হাউজ ডে লৌহজংয়ে ইসকান নিষিদ্ধে সমাবেশ ও বিক্ষোভ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের তল্লাশি

শিক্ষার্থী নির্যাতনে জড়িতদের শাস্তিসহ ছয় দফা দাবি ঢাকা কলেজ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩০০ বার পঠিত

ঢাকা কলেজের ছাত্রবাসে দুই শিক্ষার্থীকে রাতভর আটকে রেখে অমানুষিক নির্যাতনের ঘটনায় দোষীদের বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে কলেজের মূল ফটকের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা জানান, রাজনৈতিক কার্যক্রমে অংশ না নেওয়ার কারণে ঢাকা কলেজের ছাত্রাবাসে নিয়মিত র‌্যাগিং ও নির্যাতনের শিকার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এ জন্য ভয়ে অনেক শিক্ষার্থী ছাত্রাবাসে ওঠার সাহস করে না। গত বুধবার রাতে একাডেমিক এসাইনমেন্ট নিয়ে ব্যস্ত থাকায় রাজনৈতিক কর্মসূচিতে না যাওয়ার কারণে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের এবং শহীদ ফরহাদ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ফয়সাল আহমেদকে রুমে এনে চড়-থাপ্পর ও লাঠি দিয়ে ঘণ্টাব্যাপী নির্যাতন করে ছাত্রলীগ কর্মী আল আমিন, সজিব আহমেদ, সাগর ও ইকরাম।

পরে এ ঘটনার সংবাদ প্রচারের জেরে বৃহস্পতিবার গভীর রাত থেকে ১৮ ঘণ্টা আটকে রেখে বাংলা ট্রিবিউনের ঢাকা কলেজ প্রতিনিধি ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দফতর সম্পাদক ওবায়দুর সাঈদের ওপর অমানুষিক নির্যাতন করে রউফুর রহমান সোহেলসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী। তবে, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি কলেজ প্রশাসন। এ কারণে ক্ষোভ প্রকাশ করে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

এ সময় তারা ৬ দফা দাবি তুলে ধরেন। তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে; আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফরহাদ ছাত্রাবাসে দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় দোষীদের সবার ছাত্রত্ব বাতিল করতে হবে; ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ শহীদ ফরহাদ হলের হল সুপারকে প্রত্যাহার করতে হবে; মেধা ও প্রয়োজনীয়তার বিবেচনায় প্রথম বর্ষ থেকে ছাত্রাবাসে বৈধ সিট নিশ্চিত করা; গেস্টরুম বা গণরুম কালচার নিষিদ্ধ করা এবং অছাত্রদের হল থেকে বের করে নিয়মিত ছাত্রদের সুযোগ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরও খবর