মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটানা ৪০দিন নামাজ আদায়কারী ৪০ তরুন যুবকদের সাইকেলসহ নানা পুরস্কার প্রদান করেছে প্রবাসীরা। আজ (০২ ফেব্রুয়ারী) শুক্রবার বিকালে উপজেলার বনসেমন্ত পশ্চিমপাড়া বাইতুন নূর মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় ব্যাতিক্রম পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে গত ৪০দিন জামাতে নামাজ আদায়কারী স্থানীয় ২০ জন তরুন যুবকদের সাইকেল ও নামাজ আদায়কারীদের ২০ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এমন উদ্যোগে উচ্ছাস প্রকাশ করছে বিজয়ী ও স্থানীয়রা।
আয়োজক ও স্থানীয়রা জানান, বনসেমন্ত এলাকার বহু যুবক প্রবাসে রয়েছে। ১২বছরের উপরে ও ৩০বছরে নিচে তরুন-যুবকদের জামায়াতে নামাজ পড়লে পুরস্কারের ঘোষণা দেয় প্রবাসীরা। মূল লক্ষ্য ছিলো এলাকায় মাদক সন্ত্রাসসহ অপকর্ম দূরে ঠেলে নামাজের প্রতি আকৃষ্ট করে তোলা। প্রায় দেড় মাস আগে এ ঘোষনায় অনেক কিশোর তরুণ মসজিদে নামাজে আসতে শুরু করে। শেষ পর্যন্ত ২০জন ৪০দিন জামাতে নামাজ আদায় করতে সক্ষম হয় ও বাকি ২০জন জামাতে ও নিজে নিজে নামাজ আদায় করে। বিজয়ীদের সাইকেল ও বাকিদের জায়নামাজ, তসবীহসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।
বিজয়ী কিশোর-যুবকরা জানায়, আল্লাহর হুকুম মানলে দুনিয়া ও আখিরাতে শান্তি মিলে। তাই মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনেই নামাজ আদায় মূল্য লক্ষ্য ছিলো। আল্লাহ হুকুম মেনে সুন্দর জীবন করার ইচ্ছে তাদের। পুরস্কার পেয়ে সবাই আনন্দিত।
বন সেমন্ত নূর জামে মসজিদের সভাপতি শহীদ মৃধা, সাধারণ সম্পাদক হারুন মৃধা, কোষাধ্যক্ষ আবুল কালাম মৃধা, গাওদিয়া সাবেক ইউপি চেয়ারম্যান নাজের খান, সমাজ সেবক কাইউম খান, হারুন মৃধা, উজ্জ্বল মৃধা, ওহাদ আলী মৃধা, হাফেজ রাকিব মৃধা, সুমন তালুকদার, মীর আলী হাওলাদার প্রমুখ।
Leave a Reply