মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২২ কেজি গাঁজাসহ আমির হোসেন (৩৮) নামক সিএনজি চালককে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের মাওয়া চৌরাস্তা থেকে মাদক ও চালককে আটক করে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। পরে আজ (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করে দুপুরে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক চালানের সময় মাওয়ায় সিএনজিতে অভিযান পরিচালনা করা হয়। তখন তল্লাশি চালানোর আগেই সিএনজিতে থাকা দুইজন পালিয়ে যায়। পরে তল্লাশি করে ২২ কেজি গাঁজাসহ সিএনজি ও চালককে আটক করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। সে সাথে আসামিকে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
Leave a Reply