1. admin@desherkatha.com : admin :
  2. manikpress076@gmail.com : দেশের কথা : দেশের কথা
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা-১১ আসনে পরিবর্তনের আভাস, আলোচনায় নতুন মুখ! লৌহজংয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ উত্তর হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মুন্সিগঞ্জের লৌহজংয়ে প্রবাসীর আক্রোশের শিকার এক নিরীহ গ্রামবাসী হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দু’টি ভবনের উদ্বোধন খড়িয়া মুক্তি সংঘের বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন লৌহজংয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা লৌহজংয়ে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল লৌহজংয়ে সরকারী রাস্তার গাছ কাটার অভিযোগ লৌহজংয়ে ৭০ কেজি গাঁজা ও ১৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

লৌহজংয়ে সরকারী রাস্তার গাছ কাটার অভিযোগ

আসাদউজ্জামান
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৬৫ বার পঠিত

সরকার যখন সবুজ বনায়নে ব্যস্ত, সেখানে নিজের বাড়ি সৌন্দর্য বর্ধণের জন্য কৃষি জমি ভরাট করে। নিয়ম নীতির তোয়াক্কা না করে রাস্তার পাশের গাছ কাটা হচ্ছে। এমনি অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্ৰামের সালাম খাঁনের বিরুদ্ধে।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মালিরঅংক বাজার থেকে নওপাড়া যাওয়ার রাস্তার দুই পাশ সবুজ বনায়নে ঘেরা। সবুজের সমারোহে কয়েক গ্রামের মানুষ হাজার হাজার মানুষের যাতায়াত এই রাস্তাটিতে। গাছের ছায়া থাকাতে খুবই আরামদায়কভাবে যাতায়াত করেন সবাই। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্নিকটে সালাম খাঁন তার নিজ বাড়ি সম্প্রসারণ করার জন্য বাড়ির সামনে থাকা কৃষি জমি ও পুকুর ভরাট করে রাস্তার সাথে সংযুক্ত করে ক্ষান্ত হননি। তার নতুন বাড়ির সৌন্দর্য বদনের জন্য রাস্তার পাশে বড় বড় গাছের অংশগুলো কেটে ফেলছেন।

এ বিষয়ে সাবেক সদস্য জয়নাল সাহেবের নিদের্শনয় এই গাছগুলো কাঁটা হচ্ছে। এবং উপজেলা বন বিভাগের অনুমতি নিয়েই এই কাজগুলো করছে বলে জানা যায়। উপস্থিত লোকজনের কাছে জায়গার মালিকের নাম্বার দেওয়ার জন্য বললে তারা কারও কাছে নাম্বার নেই বলে জানান। আমাদের ওই জায়গা থেকে সরানোর জন্য শুধু বলে পরে আপনাদের সাথে কথা বলছি। ওই জায়গার মালিক মৃত আসলাম খান ও মো. সালাম খান তাদের সাথে মৌখিকভাবে সাবেক মেম্বার জয়নাল সাহেবের সাথে এই গাছগুলো কাটার ব্যাপারে কথা হয়েছিল বলে জানান সাবেক মেম্বার জয়নাল । স্থানীয় সাথে কথা বললে স্থানীয়রা বলেন সালাম খান দেশে থাকে না সে ঢাকা ইসলামপুরের ব্যবসা-বাণিজ্য করে তিনি তেমন একটা দেশে আসেন না। তাদের নাম্বার আমাদের কারো কাছে নেই।

এ বিষয়ে সাবেক মেম্বার জয়নাল বলেন গতকালকে বন বিভাগের মিটিং ছিল মিটিং শেষে বন বিভাগের জাহাঙ্গীর সাহেবকে বিষয়টি আমি মৌখিকভাবে জানিয়েছি। তাই এই গাছের ঠাল কাটার অনুমতি দিয়েছি। ঘরবাড়ি নির্মাণ কাজে আমরা ঠালাপালা কাটার অনুমতি দিয়ে থাকি। আর মালিঅংক বাজার থেকে নওপাড়া বাজার পর্যন্ত গাছ রোপনে আমি ১৯৯৩/১৯৯৪ ইং অর্থ বছরে গাছগুলো আমি লাগিয়েছি।

এ বিষয়ে উপজেলার বন বিভাগের কর্মকর্তারা সেলিম খাঁনকে মুঠোফোনে কথা বললে তিনি প্রথম অস্বীকার করলেও পরে এই বিষয়ে বলেন, সাবেক সদস্য জয়নাল সাহেব ঠালা পালা কাটার জন্য মৌখিক ভাবে জানিয়ে ছিলেন। কৃষি জমির ও ঘরবাড়ি উত্তোলনে ক্ষেত্রে আমরা মৌখিকভাবে অনুমতি দিয়ে থাকি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন আমি এ বিষয়টি অবগত ছিলাম না। তবে এখন যেহেতু বিষয়টি জানতে পেরেছি এ ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরও খবর