সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকাথ স্লোগান এমন প্রতিপাদ্য নিয়ে নিয়ে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা হলদিয়া রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে আজ (০১ অক্টোবর) রবিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় এরিয়া ম্যানেজার হাবিবুর রহমানের সভাপতিত্বে ও রিকের উপজেলা শাখার প্রোগ্রাম অফিসার জয় সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি ওয়াদুদ খান, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শিকদার, কুমারভোগ ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, বেজগাও ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি জামাল তালুকদার, সাধারণ সম্পাদক আজহার হোসেন ঢালী, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি আব্দুল হক মোল্লা, সাধারণ খলিলুর রহমান, মেদিনী মন্ডল ইউনিয়ন প্রবীন কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কনকসার প্রবীণ কমিটির সদস্য কানাই ফকির, বিল্লাল হোসেন প্রমুখ।
Leave a Reply