লৌহজং উপজেলার কুমারভোগ গ্রামে মারা পড়ল ৬ ফুট লম্বা কিং কোবরা সাপ। রবিবার রাত ৯ টার দিকে প্রয়াত শেখ রতন চেয়ারম্যানের বাড়ির পুকুর পাড় থেকে প্রতিবেশী তপন ঢালী টেঁটা দিয়ে কিং কোবরা সাপটি মেরেছেন। স্থানীয়রা জানান, পূর্বে কখনো এই গ্রামে কিং কোবরা সাপ দেখা যায়নি। এবার বর্ষা মৌসুমে দুইটি রাসেলস ভাইপারসহ ১০/১২টি অন্যজাতের সাপ মারা হয়েছে। প্রথমবারের মতো কিং কোবরা সাপ মারার খবর শুনে রাতের আঁধার উপেক্ষা করে এলাকার মানুষ এসে ভিড় জমায়। মৃত সাপটি মাওয়া-লৌহজং সড়কের পাশে এনে রাখা হলে রাস্তায় চলাচলকারী বিভিন্ন পরিবহনের যাত্রীরা গাড়ি থেকে নেমে এক নজর কিং কোবরাটি দেখে যায়। এদিকে কিং কোবরা সাপের কথা শুনে এলাকার জলাবদ্ধতার শিকার মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
Leave a Reply