মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জেলা বিএনপির কর্মীসভা সফল করতে উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরে উপজেলার ঘোড়দৌড় বাজারে বিএনপির প্রধান কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান সভাপতিত্ব ও সদস্য সচিব পাভেল মোল্লা সঞ্চালনা করেন। প্রস্তুতি সভায় ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওইদিন ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে স্মরণ করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সাথে আগামী ২৪ শে ফেব্রুয়ারী জেলা শহরে বিএনপির কেন্দ্রীয় নেতার আগমনে যুবদলের নেতাকর্মীরা কিভাবে সভাটি সফল করবেন সে সিদ্ধান্ত নেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম টিটু, তারেক খান, ইকবাল বেপারী, মিনার হোসেন, তাজুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম শিপন, দেওয়ান আল আমিন, লিটন শিকদার, মনজিল হোসেন, আল আমিন বেগ, ফারুক আহম্মেদ অপু, আব্দুল কাদির দেওয়ান প্রমুখ।
Leave a Reply