মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিষধর চন্দ্রবোড়া বা উলু বোড়া বা রাসেল ভাইপারের কামড়ে নিতাই শীল (৫৫) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২১ আগস্ট সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার কলমার ভরাকর গ্রামে তার নতুন বাসার আঙিনায় কলা গাছ কাটার সময় এ সাপে কামড় দেয়। পরে পাশ্ববর্তী টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা মুন্সীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এরপর ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে তিনদিন চিকিৎসার পরে বৃহস্পতিবার রাতে বাসায় চলে আসে নিতাই। বাসায় আসায় ৫ দিনের মাথায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার রাত ১০টার দিকে নিতাই শীলের মৃত্যু হয়।
নিহত নিতাই শীল উপজেলার কলমা ইউনিয়নের ভরাকর গ্রামের জগদিশ শীলের পুত্র। তিনি একজন পেশায় নাপিত ছিলেন। এ ঘটনায় কলমা এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply