মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিনামূল্যে চোখের চিকিৎসা ও লেন্স সংযোজন রোগীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ (০২ জানুয়ারী) বৃহস্পতিবার সকালে সোগো গ্রুপের চেয়ারম্যান মো. নাসিমুল গনি নাসিমের ব্যক্তিগত অর্থায়নে খড়িয়া মুক্তি সংঘ প্রাঙ্গণে শতাধিক রোগীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোগো গ্রুপের চেয়ারম্যান মো. নাসিমুল গনি নাসিম, সোগো গ্রুপের পরিচালক ডাঃ মো. নাহিদ হাসান নিশান, খড়িয়া মুক্তি সংঘের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দীন বেপারী, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন, সদস্য আবুল বাসার খান, ইলিয়াস শেখ, কাদির সওদাগর, আনোয়ার হোসেন জনি, শহিদুল ইসলাম, আশরাফ উকিল প্রমুখ।
উল্লেখ, গত ২৩ ডিসেম্বর সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান এবং ২৪ ডিসেম্বর শতাধিক রোগীকে চাঁদপুর চক্ষু হাসপাতালে নিয়ে লেন্স সংযোজন করানো হয়। লেন্স সংযোজন রোগীদের চোখের ব্যান্ডিস খোলা হয় আজ। এরপর সকলের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply