প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ- প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন করা হয়েছে। আজ (১৮ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খাইরুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার।
প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. নাঈমুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার। সে সাথে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, খামারি ওবায়দুল্লাহ, কোম্পানি সাদ্দাম হোসেন বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ৩২টি স্টল ঘুরে ঘুরে দেখেন। এরপর ক্যাটাগরীতে পুরষ্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ২২ এপ্রিল সোমবার পর্যন্ত। প্রদর্শনীতে ৩২টি স্টলে উন্নত জাতের গরু, ছাগল, মহিষ, পশুপাখি, পশুখাদ্য ও পশু চিকিৎসার ওষুধ প্রদর্শন করা হয়। এর মধ্যে বিশেষ আর্কষণ ছিল ৪০ লিটার দুধের গাভী, ১৫০০ কেজি ওজনের ষাঁড়, ১০০ কেজি ওজনের পাঠা।
Leave a Reply