মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ (২৯ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৪টায় আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম শোয়েবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল হক বেপারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল নিপু ফকির, রুহুল আমিন মোড়ল, উপদেষ্টা মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম ঢালী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক নুর নবী মোস্তাক, আওয়ামী লীগ নেতা শেখ শাহীন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মাদবর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক রাজিব প্রমুখ।
Leave a Reply