সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির বর্ষীয়ান নেতা কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার প্রায় ১০টি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন তিনি। সে সাথে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। আজ (১২ অক্টোবর) শনিবার বিকাল ৫টা থেকে উপজেলার নাগেরহাট পূজামণ্ডপ থেকে পরিদর্শন শুরু করেন। এরপর একে একে ১০টি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় হলদিয়া ইউনিয়নের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন বিএনপির এ বর্ষীয়ান নেতা ড. আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখেদুঃখে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান খান, বিএনপি নেতা মহসন মোড়ল, মোশাররফ হোসেন নসু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোলায়মান তপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত কুমার সিংহ, সাধারণ সম্পাদক অ্যাড. বিপ্লব সাহা, উপজেলা যুবদল নেতা মিঠু হোসেন লৌহজং সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব দেওয়ান জহির আমিন প্রমুখ।
Leave a Reply