ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে লৌহজংয়ে সচেতনতামূলক সভা হয়েছে। বুধবার বিকালে উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মাপাড়ের জেলেপাড়ায় এ সভা হয়। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় এ সভার আয়োজন করে। এতে সহকারী মৎস্য কর্মকর্তা মনির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, আওয়ামী লীগ নেতা আবু নাছের রতন, মৎস্যজীবি নেতা প্রদীপ কুমার দাস প্রমুখ।
বক্তারা চলতি মাসের ১২ তারিখ থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, মজুত ও পরিবহন থেকে বিরত থাকার আহ্বান জানান। এ সময় জেলেরা হাত উঁচিয়ে মা ইলিশ শিকার থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
Leave a Reply