লৌহজংয়ে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলির নৌকা মার্কার পক্ষে গাঁওদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা খোরশেদ শিকদারের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে গাঁওদিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের মিছিলে গনজোয়ারে পরিনত হয়৷ মিছিলটি শামুরবাড়ী থেকে বের হয়ে গাঁওদিয়া ইউনিয়নে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়৷ মিছিলে হাজার হাজার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে নৌকার পক্ষে গণসংযোগে অংশ নেন৷ এ সময় নৌকা মার্কার ভোট দিতে স্লোগান দেয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ। মুন্সীগঞ্জ-২ আসনের উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিয়ে সাগুফতা ইয়াসমিন এমিলিকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।
উচ্ছাসে ভরা মিছিলে স্লোগান- ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ শেখ হাসিনার সরকার বারবার দরকার’ এমিলি আপার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন’ ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলে স্লোগান দেয়৷
মিছিলে শামুরবাড়ী সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন স্তরের নারী-পুরুষ অংশগ্রহণ করেন৷ ##
Leave a Reply