মুন্সীগঞ্জের লৌহজংয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন মতবিনিময় সভা ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (৩১ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা: মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন৷ প্রধান আলোচক জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তোফায়েল হোসেন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন, লৌহজং সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, ওসি খন্দকার ইমাম হোসেন, প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ, জ্যোষ্ঠ সাংবাদিক অলক কুমার মিত্র, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ।
Leave a Reply