মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্থ ব্যক্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে প্রধান অতিথি মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি এসব ঢেউটিন ও ঘর তুলতে জনপ্রতি ৩ হাজার টাকা উপকারভোগীর মাঝে তুলে দেন। ২১৪ জন দরিদ্রের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও ইলিয়াস শিকদার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন আহমেদের সঞ্চালনায় এ সময় জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম মৃধা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক বি এম শোয়েব প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Leave a Reply