মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডাকাতি কালে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে গুরুতর আহত করেছে ডাকাতেরা। ইমন বেপারী (৩২) নামে এক ডাকাতকে আটক করেছে প্রতিবেশীরা। এ সময় আটক ডাকাত ইমনের সঙ্গী বিল্লাল ও নাসির পালিয়ে যায়। শনিবার ভোরে উপজেলার উত্তর হলদিয়া গ্রামের দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে ও আটক ডাকাত ইমন বেপারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার গভীর রাতে তিন ডাকাত উত্তর হলদিয়া গ্রামের দেওয়ান বাড়ির তালাবদ্ধ তিনটি ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপর নিয়ে নেয়। বাকি ঘরগুলোতে বাইরে থেকে শিকল লাগিয়ে দেয় ডাকাতেরা, যাতে মানুষজন বের হতে না পারে। ভোরে ওই বাড়ির সপু দেওয়ান প্রকৃতির ডাকে বাইরে যেতে চাইলে ঘরের বাইরে শিকল লাগানো থাকায় দরজা খুলতে পারছিলেন না। এ সময় তিনি বাড়ির সবাইকে ডেকে তোলেন। তখন ওই বাড়ির উত্তরে বেড়াতে যাওয়া একটি খালি ঘরে ডাকাত দলের স্টিলের মারি ভাঙার শব্দ পাওয়া যায়। এ সময় বাড়ির সবাই সজাগ হয়ে ডাকাতদের ধরার জন্য চিৎকার করে। নুর হোসেন দেওয়ান ডাকাতদের ধরার চেষ্টা করলে তাকে শাবল দিয়ে মাথায় আঘাত ও পায়ে কোপ দেয় ডাকাতেরা। নুর হোসেনের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে রক্ষা করে এবং ডাকাত দলের সদস্য ইমনকে ধরে ফেলে। ডাকাতদের দলনেতা বিল্লাল হোসেন ও তার সহযোগী নাসির পালিয়ে যায়। আহত নুর হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, আটক ডাকাত দলের সদস্য ইমন বেপারী উপজেলার বেজগাঁও গ্রামের রশিদ বেপারীর ছেলে। ইমন নেশাখোর। আর পালিয়ে যাওয়া বিল্লাল ও নাসিরের নামে চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে।
Leave a Reply