মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় ভোক্তা অধিকার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। উপজেলার কনকসার ইউনিয়নের নাগেরহাট বাজারে আজ (০৩ সেপ্টেম্বর) রবিবার দুপুরে সুবল ঘোষ এন্ড প্রান্ত ঘোষ। আদি সুবল ঘোষ, আল মদিনা, সুইট মিট ও আদি গিরিধারী মিষ্টান্ন ভান্ডার নামক চারটি মিষ্টির দোকানে ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সালাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, এ সকল দোকানগুলোতে অপরিষ্কার নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছিল। যা সম্পূর্ণ বেআইনী। তাই চার প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করি। সে সাথে তাদের কাছ থেকে মুচলিকা নেওয়া হয়। যাতে আগামীতে এ রকম নোংরা পরিবেশে মিষ্টিসহ খাদ্য তৈরির না করে।
Leave a Reply