মুন্সীগঞ্জের লৌহজংয়ে মোস্তফা (১৮) নামক এক অটোরিকশা চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়া গ্রামের তিনদোকান এলাকায় ওই যুবকের মরদেহ ফেলে রেখে যায় সংঘবদ্ধ ছিনতাইকারী। আজ (০২ অক্টোবর) সোমবার সকাল ৯ টার দিকে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিকে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোস্তফা উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নের দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামের মিস্ত্রিপাড়া এলাকার আব্দুল মাদবরের পুত্র।
নিহতের স্বজনরা জানান, গতকাল রবিবার বিকালে অটোরিকশাটি নিয়ে বাসা থেকে বের হয় মোস্তফা। কিন্তু বাসায় না ফিরে আসার কারণে বিভিন্ন জায়গায় অনেক খোঁজখোঁজি করি। পরে হঠাৎ সকালে ফেসবুকে মরদেহ উদ্ধারের ছবি দেখতে পাই এবং ঘটনাস্থলে এসে দেখি আমাদের মোস্তফার মরদেহ। মোস্তফাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গিয়েছে। আমরা এ হত্যার সঙ্গে জড়িত থাকা সকলের বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য শাহীন সরদার জানান, এটা হত্যাকাণ্ড। কেননা মুখমন্ডলে আঘাতের চিহ্ন। সে সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নির্জন অবস্থায় ফেলে রেখে গেছে।
এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখি। প্রাথমিকভাবে ধারণা করে বুঝা যায় এটা একটি হত্যাকাণ্ড। নিহত যুবক মোস্তফা একজন অটোরিকশা চালক। কে বা কারা মোস্তাফাকে হত্যা করেছে এ বিষয়টি সুনিশ্চিত নয়। রবিবার বিকালে অটো নিয়ে বাসা থেকে বের হয়। তারপর পর থেকে গতরাতে বাসায় ফিরেনি। তদন্ত চলমান রয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনীগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বিকাল সাড়ে ৩টার দিকে আরও জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং থানায় নিহতের বাবা আব্দুল মাদবর বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
Leave a Reply