মুন্সীগঞ্জের লৌহজংয়ে (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলির নৌকা মার্কার পক্ষে গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে গাঁওদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মো. সেলিমের নেতৃত্বে নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে নৌকার পক্ষে প্রচার মিছিলে অংশ নেন৷ মিছিলে নৌকা মার্কার ভোট দিতে স্লোগান দেয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ। এ সময় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. চঞ্চল ফকির মুন্সীগঞ্জ-২ আসনের উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিয়ে সাগুফতা ইয়াসমিন এমিলিকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।
উচ্ছাসে ভরা মিছিলে স্লোগান- ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’, ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’ এমিলি আপার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন’ ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলে মুন্সীগঞ্জ-২ আসন ধন্য সাগুফতা ইয়াসমিন এমিলির জন্য’, শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন’।
মিছিলটি ৪নং ওয়ার্ড থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফলপাকর স্কুল মাঠে এসে শেষ হয়৷
মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা যুবলীগের সহসম্পাদক মো. সোহাগ মোল্লা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ হিরু, শ্রম বিষয়ক সম্পাদক রুবেল শিকদার প্রমুখ৷##
Leave a Reply