মুন্সীগঞ্জের লৌহজংয়ে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বৃহস্পতিবার ১১টার দিকে এ কর্মশালার আয়োজন করেন জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন অফ বাংলাদেশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুস সালেহীনের সভাপতিত্বে ও জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন অফ বাংলাদেশের বিভাগীয় প্রকল্প কর্মকর্তা মো. আসলাম পারভেজ ও ঢাকা বিভাগের সার্ভিলেন্স মেডিক্যাল অফিসার ডা: মাহফুজা লুনা এ কর্মশালার প্রশিক্ষণ প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ইনচার্জ মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলায় ১৮টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও সভাপতিদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, সুস্থ ও ভালো থাকুন। সে সাথে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এর ফলে হৃদরোগ, স্ট্রোক, অন্ধত্ব ও কিডনি নষ্টের মত মারাত্মক সমস্যা হতে পারে। এসকল বিষয়ে সচেতনতা ও রোগীদের কিভাবে চিকিৎসা প্রদান করা হয়ে এ বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply