আজ ৫ অক্টোবর জাতীয় পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস ঘোষনা করা হয়েছে। আর এই দিবস উদযাপনের জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় বিভিন্ন কর্মসূচী পালনের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীর সমন্বয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন।
মেদিনী মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল সরকারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তারা বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের অর্থনৈতিক অবস্হার কথা বিবেচনা করে বর্তমানে দ্রব্য মূল্যের উর্ধগতি ও সরকারি শিক্ষকদের সাথে সমন্বয় রেখে বেতন ভাতা বৃদ্ধি সহ বেসরকারী শিক্ষকদের অবিলম্বে জতীয় করনে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি সহ হস্তক্ষেপ কামনা করছেন।
সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিম, মোয়াজ্জেম হোসেন, আবু নাসের খান, স্বপন কুমার চৌধুরী, মোঃ রাসেল। উপস্হিত ছিলন সহঃ শিক্ষক ওয়াজেদুল ইসলাম, জয়ন্ত স্বর্নকার, সাহাদাত হোসেন, রাকিব হাসান, সানজিদা সুলতানা, লিজা খান, ইয়াসমিন খানম, অমিত কুমার, ফারজানা আক্তার, নিপা আক্তার, সানজিদা আক্তার প্রমুখ।
Leave a Reply