মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ পহেলা অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার সভা কক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) আয়োজনে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। “মর্যাদাপূর্ণ বার্ধক্য প্রবীণ পরিচর্যা ও সহায়তা শক্তিশালীকরণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভার আগে আনন্দ র্যালী বের করা হয়।
উপজেলা প্রবীণ কল্যাণ সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহার হোসেন ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ উজ্জ্বল মুন্সী।
এ সময় আরও উপস্থিত ছিলেন রিকের জেলার ডিজিএম আল মনসুর, শ্রীনগরের এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান, টঙ্গীবাড়ির মোয়াজ্জেম, হলদিয়া শাখার ব্যবস্থাপক মাহিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জয় সরকার, সালমা পারভেজ প্রমুখ।
Leave a Reply