মুন্সীগঞ্জের লৌহজংয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা হাট আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এগুলো আগুনে পুঁড়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা: মো. আব্দুল আউয়াল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালীমান্দ্রা হাটে মোবাইল পরিচালনা করি। পরে নিষিদ্ধ প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে অবৈধ জাল বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় নি।
তিনি আরও জানান, একজন জাল বিক্রেতার বাবা ঘটনাস্থলে এসে বাক বিতন্ডার চেষ্টা করলে তাকেসহ আরেকজনকে আটক করা হয়। পরবর্তীতে অপরাধের গুরুত্ব বিবেচনায় তাদেরকে মুচলেকা নিয়ে অবমুক্ত করা হয়। গোয়ালীমান্দা হাটে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরে জব্দকৃত অবৈজ্ঞানিক কারেন্ট জালগুলো আগুনে পুঁড়ে বিনষ্ট করা হয়।#
Leave a Reply