সামান্য বৃষ্টিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন মার্কেটে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সেখানকার দোকানিরা।
শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে টানা বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেয়। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহনে জলাবদ্ধতা বেশি দেখা দেওয়ায় দোকানপাট খুলতে পারছেন না সেখানকার দোকানিরা। এদিকে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে পরিবহন মার্কেট, চতুর্থ বিজ্ঞান ভবন, শহীদুল্লাহ ভবন, মমতাজ উদ্দীন কলা ভবনসহ বেশ কয়েকটি জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টিতে এমন দুর্ভোগ হচ্ছে। এ সমস্যা দীর্ঘদিন থেকে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তেমন ব্যবস্থা নিচ্ছে না। তাই দ্রুত এ সমস্যা নিরসনের পদক্ষেপ নেওয়ার দাবি।
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের এক ছাত্রী জানান, আমি শিট ফটোকপি করতে এসেছিলাম। কিন্তু পরিবহন মার্কেটের সামনে জলাবদ্ধতা দেখা দেওয়া দোকান খোলা পাওয়া যায়নি। ফলে একরকম দুর্ভোগে পড়তে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, শুক্রবার আমাদের ছুটির দিন। ভেবেছিলাম বন্ধুবান্ধব মিলে পরিবহন মার্কেটে আড্ডা দিবো কিন্তু জলাবদ্ধতার কারণ সেটি আর হলো না।
পরিবহন মার্কেটের এক দোকানি বলেন, সামান্য বৃষ্টি হলেই আমাদের এখানে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে দোকানপাট বন্ধ রাখতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ ব্যস্ত আছেন জানিয়ে ফোন কেটে দেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম হুমায়ুন কবির বলেন, জলাবদ্ধতার সমস্যা সম্পর্কে আমরা অবগত আছি। বিশ্ববিদ্যালয়ের কিছু ভবন নির্মাণাধীন রয়েছে সেগুলোর কাজ শেষ হলে আমরা এগুলো নিয়ে কাজ করবো। রাস্তাঘাট ও ড্রেনের কাজ ধরলে এ সমস্যা আর থাকবে না।
Leave a Reply