মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছা গ্রামের আব্দুল মান্নান মাস্টারের বাসায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর আয়োজনে আজ (১১ মে) শনিবার দুপুরে উঠান বৈঠক শেষে প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী বিএম শোয়েব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সামছুল হক বেপারী, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান লাবু, জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ তালেব, প্রফেসর হারুন রশিদ, বজলু রহমান খান, আব্দুল ছামাদ শেখ, হাবিব খান, নিলু মৃধা, লিটন খান প্রমুখ।
বিএম শোয়েব বলেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমি কোনো ভুল বা অন্যায় করে থাকলে বলুন শুধরে নেবো। আমি হলদিয়ার সন্তান। ২১ মে নির্বাচনে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের পাশে আছি, থাকবো।
Leave a Reply