আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ড. আবু ইউসুফ ফকির গণসংযোগ করেছেন। আজ (০২ অক্টোবর) সোমবার লৌহজং উপজেলার কনকসার বাজার ও নাগেরহাট এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন তিনি।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক পরিষদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবু ইউসুফ ফকিরের সফর সঙ্গী ছিলেন এপেক্সের জেলা গর্ভনর সাইফুর রহমান, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সঞ্জিব, জেলা আইনজীবী অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, এড. আশরাফ হোসেন, এড.মোহাম্মদ হোসেন, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, জুয়েল, সুজন হাওলাদার প্রমুখ।
মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ড. আবু ইউসুফ ফকির জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছে। দেশের মানুষকে আগলে রেখেছেন। সুখে দুঃখে মানুষের পাশে ছিলো আছে এবং থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে আপনাদের সেবা করতে পাঠিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের নৌকার মাঝি হতে চাই। আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।
Leave a Reply