মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা হয়েছে। আজ (১৪ মে) মঙ্গলবার বিকালে উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের মাওয়া কালিরখিল মাঠে এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন এবং ইউপি সচিব আবদুর রহিম স্বাগত বক্তব্য রাখেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নোমান মিয়া, মেদিনীমণ্ডল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন।
প্রধান অতিথি জাকির হোসেন সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিশদ আলোচনা করেন। পেনশন সম্পর্কে নোমান মিয়ার চমৎকার বক্তব্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন বলেন, সর্বজনীন পেনশন স্কিম শেষ জীবনে আপনার ভরসা হয়ে উঠবে। অতএব, আসুন আমরা সমাজের সর্বস্তরের সবাই সর্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হই।
উল্লেখ্য, লৌহজং উপজেলার ইউনিয়নগুলির মধ্যে মেদিনীমণ্ডলে সর্বপ্রথম সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা হলো।
Leave a Reply