মুন্সীগঞ্জের মাওয়ায় বিপুল পরিমাণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পদ্মা সেতুর টোল প্লাজার মাওয়া সংলগ্ন এলাকা থেকে প্রায় ১ হাজার কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত জেলিযুক্ত চিংড়িগুলো আগুন পুঁড়ে বিনষ্ট করা হয়। আজ (৩৭ সেপ্টেম্বর) বুধবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জ জেলায় লৌহজং উপজেলার পদ্মা ব্রীজ সংলগ্ন খান বাড়ি মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে আনুমানিক ১ হাজার কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এ সময় জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply