মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ইয়াসমিন দেলোয়ার ডায়াগনস্টিক সেন্টারে মহান বিজয় দিবস উপলক্ষে অর্ধ সহস্রাধিক পরিবারকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। হাসপাতালে দিনব্যাপী অসহায়, দুস্থ পরিবার এ সেবা গ্রহণ করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি দিনমজুরসহ অসহায় দুস্থ মানুষরা।
তাঁরা বলেন টাকার অভাবে সব সময় ডাক্তার দেখাবো সম্ভব হয় না। আজ ডাক্তার দেখাতে পেরে বেশ ভালো লাগছে। কিছু ওষুধ দিয়েছে সেগুলো খেয়ে দেখি। বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রিতে খাবারও বিতরণ করা হয়েছে।
দিনব্যাপী মেডিসিন, চর্ম, এলার্জি, ডায়াবেটিস ও শিশু বিশেষজ্ঞ ডাঃ মো. নাসিম এবং গাইনী ডাঃ আবিদা নাহার লিজা চিকিৎসা দেন।
উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক রবিন মিয়া, পরিচালক মো. রিয়াদ ইসলাম, ম্যানেজার নুর ইসলাম, সাব্বির, শাওন, মোর্শেদ আলম, কাজল, পিংকি, শাহিদা, ময়না, মিতু, রুমা প্রমুখ।#
Leave a Reply