লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের উঠান বৈঠক জনসমুদ্রে পরিনত হচ্ছে। বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের সব কয়টি উঠান বৈঠকে মানুষের ঢল পড়েছে। বিএম শোয়েবের নাম শুনে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। এবং জনসাধারণ তাঁকে জয়যুক্ত করার আশ্বাসও দেন।
মঙ্গলবার বিকালে গাওদিয়া ইউনিয়নের হাড়িদিয়া, সন্ধ্যায় বৌলতলী ইউনিয়নের নওপাড়া ও রাতের আঁধার উপেক্ষা করে হলদিয়া ইউনিয়নের বাছারকান্দি এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে মানুষের ঢল নেমেছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা বৈঠকে হাজার নারী-পুরুষের ঢল নামে।
স্থানীয় আবদুল কুদ্দুস শেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েব। হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাব্বির খান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম খান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, সহসভাপতি মাহবুব তালুকদার, মহসীন মোড়ল প্রমুখ।
বিএম শোয়েব বলেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমি কোনো ভুল বা অন্যায় করে থাকলে বলুন শুধরে নেবো। আমি হলদিয়ার সন্তান। ২১ মে নির্বাচনে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের পাশে আছি, থাকবো।
Leave a Reply