পদ্মা সেতুর মাওয়া প্রান্তের এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখতে পুলিশ তল্লাশি চালাচ্ছেন। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা পুলিশ আজ (২৫ নভেম্বর) সোমাবার সকাল থেকে ঢাকায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের ডাকা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ কারীদের ফিরিয়ে দেওয়ার জন্য এ তল্লাশি চালান। অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেনের নের্তৃত্বে এক দল চৌকস পুলিশ অফিসার সড়কে যাতায়াতরতে বিভিন্ন গাড়িতে তল্লাশি করেন।

ওসি মো. জাকির হোসেন জানান, লুন্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নোবো এ স্লোগানে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ.ব.ম. মোস্তফা আমীন ‘অবস্থান কর্মসূচি’র ডাক দেন। কৌশলে ঢাকা দখল করার পায়তারাসহ দেশকে অস্থিতিশীল করতে ঢাকায় গণজামায়েতর চেষ্টার চালাচ্ছে। তাই আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ তল্লাশি চালাচ্ছি। তিনি আরও বলেন, বিনা সুদে, বিনা জামানতে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তির লোভ দেখিয়ে কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ ঢাকায় নেওয়ার পায়তারা চালাচ্ছে। আমরা দেশের অস্থিতিশীল রক্ষার্থে কাজ করছি।
Leave a Reply