এ সময় মুন্সীগঞ্জের স্থানীয় সাংবাদিকরা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং লৌহজং প্রেস ক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের) সভাপতি ওমর ফারুক, বাসসের বার্তা সম্পাদক নূরে জান্নাত সীমা, বিশিষ্ট সাংবাদিক-কলাম লেখক মহিউদ্দিন খান মোহন, বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অলক কুমার মিত্র, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply