বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ আটজনের নামে দায়েরকৃত নাশকতার মামলার বিচার শুরু হয়েছে। গত ১১ বছর আগে রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা অভিযোক্ত ওই মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ২০ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত। মামলার অপর আসামিরা হলেন- যুবদলের নেতা আজিজুল বারি হেলাল, সাইফুল ইসলাম নিরব, মোয়াজ্জেম হোসেন ওরফে বাবু, কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু, খন্দকার এনামুল হক এনাম ও জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ। আসামিপক্ষে অব্যাহতির আবেদন শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও সৈয়দ জয়নাল আবেদীন মেসবাহ।
রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু আসামিদের নামে চার্জ গঠনের আর্জি জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের নামে অভিযোগ গঠনের আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।
জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন বিভাগের চালক মো. আয়নাল প্রতিদিনের মতো সন্ধ্যা ৭টার দিকে ইস্কাটনের মিন্টো রোড থেকে ময়লা নিয়ে গাড়ি চালিয়ে মাতুয়াইল ল্যান্ডফিলে যাচ্ছিলেন। কাকরাইল থেকে বিজয়নগরের দিকে এলে মির্জা ফখরুল ইসলাম ও রুহুল কবীর রিজভীর নেতৃত্বে ২০০—২৫০ জন গাড়ি থামিয়ে হেলপারকে মারধর, ককটেল বিস্ফোরণ এবং গাড়িও ভাঙচুর করে।
এ ঘটনায় ওইদিনই পল্টন থানায় মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত করে মতিঝিল জোনাল টিমের উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ২০১৭ সালের ২৩ অক্টোবর নয়জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিট দাখিলের পর আসামি শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
Leave a Reply