মুন্সীগঞ্জের লৌহজংয়ে নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনকে লৌহজং প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল (২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে ইউএনওর কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মানিক মিয়ার নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান রিকু, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম সাইম, প্রচার সম্পাদক আসাদউজ্জামান নবীন, সদস্য পিংকি রহমান। নবাগত জাকির হোসেন সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।সাংবাদিকেরাও নানা সময়ে সংবাদ প্রস্তুতির ক্ষেত্রে তথ্য ও বক্তব্য দিয়ে তাঁর সহযোগিতা চান।
Leave a Reply