মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিএম শোয়েবকে সংবর্ধনা দিয়েছেন নদীভাঙ্গা ভূমি অধিকার বাস্তবায়ন কমিটি। উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর হলদিয়া গ্রামের ফরহাদ শেখের বসতবাড়ি আজ (০৪ জুন) মঙ্গলবার দুপুরে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নদীভাঙ্গা ভূমি অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিএম শোয়েব (সিআইপি), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান লাবু, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল, সিনিয়র সহ-সভাপতি শেখ শাহীন, সমাজ সেবক মহসিন মোড়ল, বিএম শামীম, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মানিক মিয়া, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহমেদ পিন্টু, উপজেলা নদীভাঙ্গা ভূমি অধিকার বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মাওলা মুন্সী।
Leave a Reply