ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও শাহ্ আলী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি’কে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর ২৩) রাত ৯ টায় রাজধানীর মিরপুর-১ দারুসসালাম থানাধীন সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টার হলরুমে ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত মিরপুর, শাহ্ আলী, দারুস সালাম, রূপনগর (আংশিক) ও কাউন্দিয়া ইউনিয়নের সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে এ গণ সংবর্ধনা দেওয়া হয়। শংখ ধ্বনী উলুধ্বনী ও ফুল ছিটিয়ে এমপিকে বরণ করেন উপস্থিত নেতাকর্মী ও আয়োজকবৃন্দ।
সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে গণ সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি মিরপুর থানা শাখার সভাপতি ও সংবর্ধনা উপকমিটি আহবায়ক বাবু পরিমল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর সার্বজনীন পূজা কমিটি ও উপদেষ্টা সংবর্ধনা কমিটির শুভাশীষ বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সদস্য সচিব নিখিল চন্দ্ৰ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ-মিরপুর থানার সভাপতি দিপংকর সরকার, মহানগর সার্বজনীন পূজা কমিটি, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সাধারণ সম্পাদক রমেল মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ চন্দ্র নাথ পোদ্দার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি সহ প্রমুখ।
Leave a Reply