আনন্দঘন পরিবেশে প্রতি বছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হয়ে গেলো টঙ্গীবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নৌ-ভ্রমন। শনিবার সকালে প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে হাসাইল ট্রলার ঘাট থেকে ট্রলার ছেড়ে দুপুরে পদ্মা নদীতে জেগে ওটা একটি চরে অবস্থান নেয় পরে সেখানে ফুটবল খেলা,সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর গোসল শেষ করে পদ্মার তরতাজা ইলিশ ভাজা,রুই মাছ সহ প্রায় ১৪ আইটেমের ভর্তা দিয়ে মধ্যাহ্ন ভোজ করেন নৌ-ভ্রমণ অংশ নেওয়া সবাই। এরপর কিছুটা বিশ্রাম নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু হয়।
মুন্সীগঞ্জের পার্শ্ববর্তী জেলা শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া গিয়ে সন্ধান মিলে কাশবনের টিলা। সুন্দর পরিবেশ আর পাহাড় সমতুল্ল্য উচু টিলায় গিয়ে মুগ্ধ হয়ে শরতের কাশফুলের সাথে সেলফি তোলতে ব্যস্ত হয়ে পড়েন সাংবাদিকরা আবার কেউ কেউ মরমি কবি ও সাধক হাসন রাজার গান গেয়ে সময় পাড় করেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মুন্সীগঞ্জের বিখ্যাত সংগীত শিল্পী পার্থ সারথি ও লালচান দাস এর গানে নৌ-ভ্রমনের আনন্দ কে দ্বীগুন করে তোলে। গানের তালে তালে নৌকা দুলতে দুলতে চলে যায় নওপাড়া বাজারের কিনারায়। এসময় গান প্রেমী প্রায় শতাধিক লোক গান শুনতে ট্রলারের কাছে জড়ো হয়। এরপর নদীর পাড়ে অবস্থিত একটি চায়ের দোকান থেকে চা পান শেষে বাড়ির উদ্দেশ্যে ট্রলার টি ওই স্থান ত্যাগ করে।
নৌভ্রমণে অংশ নেন টঙ্গীবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ব.ম শামীম, সহ সভাপতি বেলায়েত হোসেন শাহিন, সাধারণ সম্পাদক মো: রনি শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আপন সর্দার, সাংগঠনিক সম্পাদক এমআর খান মিলন,কার্যকরী সদস্য মোজাফফর হোসেন, আনিসুর রহমান, কান্তদাস সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। টঙ্গীবাড়ী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য বাবু হাওলাদার এর সার্বিক সহযোগিতায় ও টঙ্গীবাড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই নৌ-ভ্রমন অনুষ্ঠিত হয়।
Leave a Reply