মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ (০৫ অক্টোবর) বৃহস্পতিবার উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রাশেদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সানজিদা আক্তার, উপজেলার প্রধান শিক্ষক সমিতির সভাপতি খোরশেদ আলম শেখ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাহাত। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সহ-সভাপতি মাকসুদুর রহমান, নীলকমল দাস, আজমল হোসেন অপু, সাংগঠনিক সম্পাদক জনি হোসেন, আইন বিষয়ক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক মাহাদি হাসান, কার্যকরী সদস্য আবু সাঈদ, রঞ্জিত ভদ্র প্রমুখ।
শোভাযাত্রাটি উপজেলা প্রধান সড়কে ঘুরল উপজেলার চত্তর এ গিয়ে শেষ হয়।
Leave a Reply