দিনদিন বাংলাদেশের নাটক/টেলিফিল্ম বেশ জনপ্রিয় আকার ধারন করছে। সকল শ্রেণির পেশার মানুষের যেনো পছন্দের তালিকায় বাংলা নাটক। আর এ নাটকের চরিত্রগুলো যদি হয় ব্যতিক্রম তাহলে তো কোন কথাই নেই। বাংলাদেশের নতুনদের তালিকায় দিনদিন ব্যাপক জণপ্রিয়তা অর্জন করেছে খাইরুল বাসার। অভিনয়ের দুনিয়ায় এখনো তাকে নতুনই বলা চলে। কিন্তু ব্যতিক্রমধর্মী সব গল্পে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তিনি চলে এসেছেন দারুণ আলোচনায়। নতুন নতুন নাটক টেলিফিল্মে কাজ করেও দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। তিনি এই প্রজন্মের অন্যতম আলোচিত তরুণ অভিনেতা খায়রুল বাসার। গেলো দুই ঈদে বেশ কিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেই তিনি বলা যায় আলোচনায় এসেছেন বেশি। এবারের ঈদে তার বেশ কয়েকটি ভালো সাড়া পাওয়া কাজের মধ্যে অন্যতম হলো মারুফ হোসেন সজীবের রচনায় ও পরিচালনায় ‘আজ আকাশে চাঁদ নেই’। এই নাটকে তার বিপরীতে আছেন এই প্রজন্মেরই আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটকটি প্রচার হবার পর অভিনেত্রী শিল্পী সরকার অপু তার অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, … খায়রুল বাসার খুব ভালো অভিনয় করেছেন। তার জন্য অনেক শুভ কামনা। সময় পেলে দেখে নিতে পারেন। নতুন গল্পে পুরাতনের গন্ধ। বাংলা নাটকের একজন নিয়মিত দর্শক তারেক সোহান। তার বাড়ি ময়মনসিংহ। তারেক সোহান বলেন, ‘আমাদের এলাকার সন্তান খায়রুল বাসার। তার অভিনয় শুরু থেকেই আমার বেশ ভালো লাগতো। এখনতো অভিনয়ে বেশ পরিপক্ব হয়ে উঠেছে। আজ আকাশে চাঁদ নেই— নাটকটির গল্প এবং সর্বোপরি খায়রুল বাসারের অভিনয়ও ভীষণ ভালো লেগেছে। তার জন্য শুভ কামনা রইলো।’
Leave a Reply