মুন্সীগঞ্জের লৌহজংয়ে চারবারের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ মাদবর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ (০৩ অক্টোবর) মঙ্গলবার সকালে তিনি উপজেলার মশদগাঁও গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এর আগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলো। শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাকে বাসায় নিয়ে আসেন। পরে আবারও তিনি অসুস্থবোধ করলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, সাত ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার আছর নামাজ শেষে সরকারি লৌহজং কলেজ মাঠে জানাজা শেষে বেজগাঁও কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
আবদুল হামিদ মাদবর দেশ স্বাধীনের পর প্রথম ১৯৭৪ ও ১৯৭৯ সালে দুইবার তেউটিয়া ইউনিয়ন পরিষদ, তারপর ১৯৮৯ ও ১৯৯৭ সালে দুই বার শরীয়তপুরের জাজিরার পালের চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মোট চারবার ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
Leave a Reply