মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নান্নু গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক বিএম শোয়েবের দোয়াত কলম প্রতীক নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ঘোলতলী বাজারে বিএম শোয়েবের সমর্থনে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়।
মোস্তফা হাওলাদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তামিম হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম শোয়েবের সহধর্মিণী কানিজ ফাতেমা মিতা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জয়নাল মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, সিরাজ বেপারী, আওয়ামী লীগ নেতা খোরশেদ শিকদার, শেখ আয়নাল হাসান প্রমুখ।
বক্তারা বিএমএফ শোয়েবের দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে সকলের নিকট দোয়া ও সহযোগিতা চান।
পরে কানিজ ফাতেমা মিতা বিএম শোয়েবের সমর্থনে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন৷ এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে শোয়েবের দোয়াত কলম প্রতীকের স্লোগানে মিছিলে মানুষের ঢল নামে।
Leave a Reply