মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (২৫ সেপ্টেম্বর) সোমবার দিনব্যাপী উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নের দর্জিবাড়ি মাঠে এ সেবা প্রদান করা হয়। প্রায় ৫শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি রোগীরা।
কোস্ট গার্ড সদর দপ্তরের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট আহমেদ রিফাত তাহমিদ জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূল চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ লক্ষ্য এই সেবা প্রদান।
এ সময় কোস্টগার্ডের মাওয়া শাখার কন্টিনজেন্ট কমান্ডার ফয়েজ আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply